Check Amission Test Result?
Rank List
Want to Access Dashboard?
Login

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের চতুর্থ পর্যায় (ইউনিট A এবং B) এর ভর্তি কার্যক্রম আগামী ০৩/০৭/২০২৫ তারিখ থেকে পুনরায় শুরু হবে।

নতুন শিক্ষার্থীদের ক্লাশ শুরু সংক্রান্ত বিজ্ঞপ্তি

শাবিপ্রবি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিষ্টারে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের একাডেমিক ক্লাশ আগামী সোমবার ০৭/০৭/২০২৫ তারিখ থেকে শুরু হবে। শিক্ষার্থীদেরকে ঐ দিন তাদের স্ব স্ব বিভাগে সকাল ১০ঃ০০ ঘটিকায় উপস্থিত থাকার জন্য বলা হলো।

ভর্তি বিজ্ঞপ্তি (চতুর্থ পর্যায়)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের চতুর্থ পর্যায়ের ভর্তি কার্যক্রম আগামী  বৃহস্পতিবার, ০৩/০৭/২০২৫ তারিখ থেকে নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী শুরু হবে। ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীদেরকে উল্লেখিত সময়সূচী অনুযায়ী  New Social Science Building এ স্বশরীরে উপস্থিত থাকার জন্য আনুরোধ করা হল।

  • ভর্তি সময়সূচী (চতুর্থ পর্যায়)

    তারিখ ইউনিট রিপোর্টিং ভর্তির সময় মেধাক্রম (Rank)
    বৃহস্পতিবার
    ০৩/০৭/২০২৫
    A (বিজ্ঞান) ১০ঃ০০ AM ১০ঃ৩০ AM থেকে ০১ঃ৩০ PM ২৮২১ থেকে ৩০৭০
    B (বিজ্ঞান) ০২ঃ৩০ PM ০৩ঃ০০ PM থেকে ০৫ঃ০০ PM ৪০১ থেকে ৪৯৫
    B (মানবিক) ৬৫১ থেকে ৭০০
  • বিশেষ নির্দেশনাবলী

    • সাবজেক্ট নির্বাচন ও ভর্তি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে।
    • SSC ও HSC পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট (মার্কশিট) সাথে নিয়ে আসতে হবে। অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরকে ভর্তির প্রমাণপত্র, ফি জমা-রশিদ ও মূল ট্রান্সক্রিপ্টের ফটোকপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হল।
    • ভর্তির জন্য ফি বাবদ ১৪,৯০০/= টাকা সাথে নিয়ে আসতে হবে।
    • পরীক্ষার্থীর ব্লাড-গ্রুপ এর যথাপোযুক্ত প্রমানপত্র সাথে নিয়ে আসতে হবে।
    • সাবজেক্ট নির্বাচন এর ক্ষেত্রে উপস্থিত পরীক্ষার্থীদের মেধাক্রম (Rank) অনুযায়ী ডাকা হবে।
    • একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে কোন ইউনিটে ভর্তি সম্পন্ন করার পরে অন্য ইউনিটে সুযোগ পেলে শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন হবে, পুনরায় ভর্তি ফি জমা দিতে হবে না

    • চূড়ান্ত ভর্তির পূর্বে শিক্ষার্থীদেরকে ব্যক্তিগত তথ্য ফরম (SIF) পূরণ করতে হবে। ব্যক্তিগত তথ্য ফরম (SIF) পূরণ করার জন্য ক্লিক করুন https://admission.sust.edu.bd/dashboard/student-info

ভর্তি কমিটি মূল মার্কশিট জমা নিবে বিধায় প্রয়োজনীয় পরিমানে কপি সংরক্ষণ করার জন্য পরীক্ষার্থীদেরকে অনুরোধ করা হল।

SUST Photo Gallery